আসসালামু-আলাইকুম । আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে অটো-পাইলট টাকা ইনকাম করা যাই। আপনি আপনার কম্পিউটার চালু রেখেই প্রতিদিন ৫ ডলার আয় করতে পারবেন। এই কাজটি খুবই সহজ যে কেউ চাইলেই করতে পারবেন। চলুন শুরু করা যাক।
প্রথমে এই লিঙ্ক এ যান এবং রেজিস্ট্রেশান করুন। এখানে আমি আমার রেফারাল লিঙ্ক দিয়েছি ।
Sign UP করার পর লগিন করুন। লগিন করে নিচের চবির মত Traffic Exchange এ ক্লিক করুন এবং ” Download HitLeap Viewer” এ ক্লিক করে ডাউনলোড করুন।
সফটওয়্যারটি ডাউনলোড করার পর ইন্সটল করুন এবং রান করান ও আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। তারপর নিচের ছবির মত ” Start” এ ক্লিক করুন।
অর্ধেক কাজ শেষ। এখন সফটওয়্যারটিকে মিনিমাইজ করে রাখুন। আপনার মিনিট আয় শুরু হয়ে যাবে এবং চলতে থাকবে। আপনি যত বেশি মিনিট আয় করতে পারবেন আপনি তত বেশি আয় করতে পারবেন।
এইবার এই লিঙ্কএ যান এবং রেজিস্ট্রেশান করুন । এখানে আমি আমার রেফারাল লিঙ্ক দিয়েছি । অ্যাকাউন্ট ভেরিফাই করুন এবং লগিন করুন ও নিচের ছবির মত বক্স আপনার ওয়েবসাইট বার যেকোনো লিঙ্ক দিন এবং “Shrink” এ ক্লিক করুন।
“Shrink” হওয়া লিঙ্ক টা কপি করুন এবং “HitLeap Viewer” ওপেন করে “My website” এ ক্লিক করুন। তারপর ” Submit website ” এ ক্লিক করুন এবং ওয়েবসাইট এর ঘরে লিঙ্ক টি পেস্ট করে “Submit” করুন।
ব্যাস কাজ শেষ । এইবার আপনি ঘুমাতে যান এদিকে দেখবেন আপনার আয় হতে থাকবে। মাঝেমধ্যে “Cashfly” এর অ্যাকাউন্ট চেক করে দেইখেন । একটু সময় নিয়ে অ্যাকাউন্ট আপডেট হতে।
কোন সমস্যা হলে কমেন্ট এ জানাবেন আর সাথে সাথে সমাধান পেতে ফেসবুক গ্রুপ এ জয়েন করুন
No comments:
Post a Comment