Thursday, December 17, 2015

Adf.ly: আজীবন আয় করুন সোশ্যাল নেটওয়ার্ক সাইট থেকে

অনলাইনে ইনকামের রাস্তা অনেক থাকলেও কিন্তু সবার পক্ষে সব কাজ করা সম্ভব হয়ে উঠে না। অনেকে অ্যাড এর চমক দেখে বিভিন্ন কাজে লেগে যায় কিন্তু মাঝ রাস্তায় গিয়ে সরে যায়। সেজন্য অনেকে অনলাইনে আয় করার কথাটি শুনে বিতৃষ্ণা বলে মনে হয়। কিন্তু আমরা যদি বুদ্ধি ও ধৈর্য নিয়ে কাজ করি তাহলে কিন্তু সাফল্য আসবেই। আজ আমি এমন একটি সাইটের কথা বলছি যেখান থেকে আপনি সারা জীবন কাজ না করেও ইনকাম করতে পারবেন। সেটি হতে পারে আপনার অয়েব সাইট কিংবা ব্লগ কিংবা নিতান্তই ফেসবুক ফ্যান পেজ । অতএব যাদের ব্লগ কিংবা সাইট কোনটিও নেই তারও সোশ্যাল নেটওয়ার্কিং সাইট অর্থাৎ ফেসবুক, টুইটার এবং অন্যন্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকেও আয় করতে পারেন।

taka

কি ভাবে আয় করবেন ?

আমাদের অনেকে জানা আছে তবু নতুন দের কথা মাথায় রেখে শেয়ার করছি। এখানে আপনি আপনার URL অর্থাৎ তৈরি কৃত লিঙ্ক ছোট করতে পারবেন আর সেই তৈরি কৃত ছোট করা লিঙ্ক দিয়ে সেই সাইটে বা URL এ প্রবেশ করলেই টাকা ইনকাম হবে। সহজ কথায় এখানে আপনি যে কোন লিঙ্ক প্রথমে Shrink করবেন তারপর আপনি আপনার ব্লগ কিংবা সোশ্যাল নেটওয়ার্ক সাইট অর্থাৎ ফেসবুক , টুইটার ইত্যাদিতে শেয়ার করাবেন। ব্যাস কাজ শেষ।

কীভাবে আজীবন আয় করবেন?

আজ জীবন আয় হ্যাঁ কথাটি অবাস্তব হলেও সত্যি। কি ভাবে- যেহেতু এখানে রেফারল ( Referral Program
)  ইনকামের সুবিধা রয়েছে সেহেতু আপনার রেফারল লিঙ্ক দিয়ে কেউ ঐ সাইটে সদস্য হলেই তার ইনকামের ১০% থকে ২০ % আপনাকে বনাস দেবে। তাছারা আপনি তো লিঙ্ক Shrinking করবেনই। দু দিকেই লাভ। আপনার ব্লগ কিংবা সোশ্যাল নেটওয়ার্ক সাইটে আপনার রেফারল লিঙ্ক শেয়ার করেও করতে পারেন। তবে ব্লগ না থাকলেও ফেসবুক ফ্যান পেজ থেকে সহজে আয় করতে পারেন। শুধু মাঝে মধ্যে শেয়ার করবেন।

কিংবা নিচের দেওয়া ইমেজে ক্লিক করেও রেজিস্টার করতে পারেন।


কীভাবে কাজটি করবেন?

প্রথমে আপনি একটি লিঙ্ক কপি করে নিবেন। তারপর সেই লিঙ্ক টি URL এর জায়গায় পেস্ট করুন। অসুবিধে হলে নিচের দেওয়া ছবিটি লক্ষ করুন।
adf.ly
  এরপর shrink অপশনে ক্লিক করুন। তারপর আপনার ব্লগ কিংবা সাইট কিংবা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট শেয়ার করুন।
কম্পিউটার জগৎ এর Shrink লিঙ্ক টি হল- http://adf.ly/uPgrk আপনি চাইলে এই লিঙ্কে ক্লিক করে পাঁচ সেকেন্ড অপেক্ষা করার পর ADD SKIP অপশনে ক্লিক করলেই কম্পিউটার জগতে পৌঁছে যাবেন। এক বার ট্রাই করে দেখতে পারেন। 
যেমন- http://adf.ly/uPhOB লিঙ্কে ক্লিক করে পাঁচ সেকেন্ড অপেক্ষা করার পর ADD SKIP অপশনে ক্লিক করলেই ফেসবুকে পৌঁছে যাবেন। পরীক্ষা করে দেখুন ফেসবুকে যায় কিনা। ঠিক এভাবেই আপনি টাকা আয় করতে পারবেন।

কীভাবে টাকা পাবেন?

আপনি Pappal, payoneer কিংবা payza এর মাধ্যমে পাঁচ ডলার হলেই তুলতে পারবেন। অতএব চিন্তার কোন কারন নেই।
আমি হলফ করে বলতে পারি আপনি যদি সাত পাঁচ না ভেবে কাজ শুরু করে দেন নিশ্চিত আপনিও আজীবন টাকা আয় করতে পারবেন।  এটি পরিক্ষিত। আমি নিজেও ফেসবুক ফ্যান পেজের মাধ্যমে কাজ করি।

কোন অসুবিধে হলে কমেন্ট করতে ভুলনা কিন্তু। ভালো লাগলে শেয়ার করবেন। সুস্থ ও ভালো থাকুন ধ্যন্যবাদ।

Tuesday, December 15, 2015

Make Money from Fiverr in Bangla

অনলাইনে আয় করুন ইউআরএল শর্টনারের মাধ্যমে।

ইন্টারনেট থেকে মুভি, গান বা অন্য কোনকিছু ডাউনলোড করতে চাইলে অনেক সময়ই দেখা যায় ৫ সেকেন্ডের একটি এড দেখানো হয় এবং এরপর Skip Ad এ ক্লিক করার পর ডাউনলোড লিঙ্কটি আসে। অর্থাৎ মূল ডাউনলোড লিঙ্কটি সরাসরি প্রকাশ করা হয় না। মূল ডাউনলোড লিঙ্কে যাওয়ার পূর্বে অন্য একটি পেজে ৫ সেকেন্ডের জন্য ভিজিটরদের সফর করানোর জন্য যেই পদ্ধতি ব্যবহার করা হয় তা “ইউআরএল শর্টনার” পদ্ধতি নামে পরিচিত।
আপনি কি জানেন, ভিজিটরদের ৫ সেকেন্ডের জন্য ঐ এডটি দেখানোর মাধ্যমে অনলাইনে আয় করা যায় !!
চাইলে আপনিও পারবেন এই পদ্ধতিতে অনলাইনে আয় করতে।
কিভাবে?
খুবই সহজ। বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা অনেক। আর আমরা প্রায় সময়ই নানান রকমের নিউজ বা প্রয়োজনীয় লিঙ্ক ফেসবুকে বা ব্লগে অন্যদের সাথে শেয়ার করি। আর আপনার শেয়ার করা লিঙ্কে হয়তো হাজার হাজার ক্লিক পড়ে। এই লিঙ্কগুলো শেয়ার করার পূর্বে যদি কোন লিঙ্ক শর্টনার সাইটের মাধ্যমে লিঙ্কটি শর্ট করার পর শর্ট লিঙ্কটি শেয়ার করেন তাহলে মূল লিঙ্কে যাওয়ার আগে ৫ সেকেন্ডের জন্য অন্য একটি পেজে যাবে যার থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন।
কোথায় লিঙ্ক শর্ট করবেন? লিঙ্ক শর্টের মাধ্যমে কত টাকা আয় করা যাবে?
বর্তমানে প্রায় অনেকগুলো লিঙ্ক শর্টনার সাইট আছে। এগুলোর মধ্যে বিশ্বাসযোগ্য এবং ভালো মানের পে করে থাকে এমন কয়েকটি সাইটের পরিচয় এবং তাদের পেমেন্ট পলিসি সম্পর্কে নিচে আলোচনা করা হল।
১. AdFly
AdFly হচ্ছে সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত একটি সাইট। এই সাইট প্রতি ১হাজার ভিজিটরের জন্য $৫ থেকে $৮ পে করে থাকে। এখানে ইউনিক-ভিজিটর এবং র-ভিজিটরের জন্য রেট ভিন্ন ভিন্ন এবং বিভিন্ন দেশের ভিজিটরের জন্যও ভিন্ন ভিন্ন রেট। সাইটের একেবারে নিচের দিকে Payout Rates পেজে সকল দেশের ভিজিটরদের রেট দেয়া আছে।
AdFly এর মিনিমাম পেআউট $৫ অর্থাৎ $৫ এর কম হলে আপনি ডলার উইথড্র করতে পারবেন না।
AdFly পেপাল, পায়জা এবং পেওনিয়র এর মাধ্যমে পেমেন্ট করে থাকে।
২. LinkShrink
LinkShrink হচ্ছে অন্যতম একটি বিশ্বস্ত সাইট, এটি প্রতি ১হাজার ভিজিটের জন্য $২ থেকে $৫ পে করে। এই সাইটের পেআউট রেট দেশভেদে ভিন্ন ভিন্ন।
LinkShrink এর মিনিমাম পেআউট $৫ এবং এটি পেপাল ও পায়জা এর মাধ্যমে পেমেন্ট করে।
৩. Shortest
Shorte.st ভিজিটরের জন্য সবচেয়ে বেশি পে করে থাকে। এই সাইট থেকে প্রতি ১হাজার ভিজিটের জন্য $১০ পর্যন্ত পাওয়া যায়।
Shorte.st এর মিনিমাম পেআউট $৫ এবং এটি পেপাল, পেওনিয়র এবং ওয়েবমানি এর মাধ্যমে পেমেন্ট করে।
৪. Linkbucks
Linkbucks বিগত ১৩ বৎসর যাবত বিশ্বস্ততার সাথে পেমেন্ট করে আসছে। প্রতি ১হাজার ভিজিটের জন্য $৩ থেকে $৬ পে করে।
Linkbucks এর মিনিমাম পেআউট $৫ এবং এটি পেপাল ও পেওনিয়র এর মাধ্যমে পেমেন্ট করে।
৫. URLCash
URLCash এড ভিজিটের জন্য অনেক উঁচুমাত্রার পেমেন্ট পে করে থাকে এবং তাদের পেমেন্ট শিডিউল ডেইলিবেস। এই সাইটের টোটাল ইনকামের সিংহভাগই মেম্বারদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়।
URLCash এর মিনিমাম পেআউট $৫ এবং এটি পেপাল, পায়জা, পেক্সাম এবং ব্যাংকচেক এর মাধ্যমে পেমেন্ট করে।
৬. BLV ME
BLV ME ইউআরএল শর্টনারের জন্য অন্যতম আরেকটি সাইট। ১হাজার ভিজিটের জন্য এর পেমেন্ট $১ থেকে $১০ পর্যন্ত হয়ে থাকে।
BLV ME এর মিনিমাম পেআউট $৫ এবং এটি পায়জা ও স্ক্রিলের মাধ্যমে পেমেন্ট করে।

Sunday, December 13, 2015

যে সকল অনলাইন আয় রোজগার সাইট সময় অপচয় করে


Adf.ly থেকে টাকা আয় করুন।

আসসালামুয়ালিকুম, আমার মত যারা নতুন ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু adf.ly কি জানেন না তাদের জন্য এই পোস্ট। আর এই সাইটে যারা আগমন করেছেন,সবাইকে জানাই স্বাগতম। আসলে আমি নেট সম্পর্কে ভাল কিছু জানিনা। ভিবিন্নি সাইট ঘুরে ঘুরে কিছু শিখার চেষ্টা করি মাত্র ।  যখন নেটে ঘুরা পেরা করি তখন অনেক কিছু চোখে পরে। নেট থেকে নেওয়া একটি সাইট এর কথা আপনাদের সাতে শিয়ার করব। সাইটটির নাম হল adf.ly.

Adf.ly এর কাজ কিঃ

adf.ly এর মাধ্যমে বড় আকারের ওয়েব এড্রেস/ইউআরএল কে খুব ছোট আকারে পরিনিত করা । বড় ইউআরএল শেয়ার করতে সমস্যা হয় আর এই  ইউআরএল শর্ট সার্ভিস ব্যবহার করে বড় ইউআরএল কে সংক্ষিপ্ত করে নেওয়া। সংক্ষিপ্ত শেয়ার করা লিংকে কেউ ক্লিক করলে আপনার আয় হবে এবং এই ক্লিকের পরিমান যত বেশি হবে আয় তত বাড়বে

আয় করবেন যে ভাবেঃ

adf.ly থেকে টাকা আয় করার জন্য প্রথমে adf.lay এ আপনার একাউন্ট থাকা প্রয়োজন। অ্যাকাউন্ট এর জন্য এইখানে ক্লিক করেন। লিঙ্ক ওপেন হলে নিচের ছবির মত দেখবেন
 

Join Now ক্লিক করেন তারপরে নিচের ছবির মত একটা ফরম আসবে



ফরমটি সঠিক ভাবে পূরণ করে Joine ক্লিক করেন। এখন আপনার দেওয়া মেইল ঠিকানায় একটা ইমেইল পাবেনসেটাতে দেওয়া লিংকে ক্লিক করে একাউন্ট এক্টিভ করে লগ ইন করুন লগিইন করা হলে নিচের ছবির মত দেখবেন:



এর হোম পেজ এর নিছে যে ফাকা জায়গায় দেখতেছেন ওখানে আপনার যে ওয়েব/ইউআরএলটি ছোট করতে চান
 সেটি লিখুন/বসান তারপরে Shrink! বাটনে ক্লিক করুনআপনার দেওয়া বড় লিংকটি ছোট হয়ে যাবে । সেই ছোট লিংক টাকে শেয়ার করুন আপনার নিজের ব্লগ সাইটে বা যে কুনো জাগাইয়। আপনার দেওয়া লিঙ্কে কেও ক্লিক করলে আপনার ইনকাম শুরু হবে। আপনার দেওয়া লিংকে যত ক্লিক পাবেন ততই আপনার আয় বাড়তে থাকবে 

রেফারেল থেকে আয়ঃ

অ্যাকাউন্ট কররার সাথে সাথে আপনি একটা রেফারেল আইডি লিঙ্ক পাবেন ঐ লিঙ্ক থেকে কেও জইন হলে আপনার রেফারেল হবে  রেফারেল থেকে শতকরা ২০ ভাগ আয় আপনার অ্যাকাউন্ট এ জমা হবে

Adf.ly থেকে টাকা আয় করে কিভাবে হাতে পাবেনঃ

পেমেন্ট সিস্টেম হিসেবে পেপ্যাল আর পাইজা  সাপোর্ট করে । সর্বনিম্ন ৫ ডলার হলেই ওরা আপনার পেপ্যাল বা এলার্টপে/পাইজা একাউন্টে টাকা পাঠিয়ে দিবে  অটোমেটিক টাকা পাওয়ার জন্য আপনার adf.ly একাউন্টের “withdraw” লিখা লিংকে ক্লিক করে পেপ্যাল বা এলার্টপে/পাইজা একাউন্ট এর ইমেইল আইডি টি বসিয়ে দিনতাতেই প্রতি মাস শেষে আপনার আয় করা টাকা চলে আসবে 


See another link: Ad.fly


Thursday, December 3, 2015

Adf.ly কে হ্যাক করে আর্ন করুন 30$ বা তারও বেশি!

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন।
তবে আমি ভালো নাই, আমার জন্য দোয়া কইরেন সবাই।
হ্যা কাজের কথায় আসি।কয়েকদিন আগে আমি আপনদের ১টি পোস্টের মাধ্যমে দেখিয়েছিলাম Adf.ly এর মাধ্যমে কিভাবে লিঙ্ক শর্ট করে টাকা আর্ন করা যায়। তবে সেটি ছিল White Hat পদ্ধতি বা সাধারন পদ্ধতি।
যারা আগের পোস্ট টি দেখেন নি তারা দেখে নিনঃ

৫০-১০০ $ আর্ন করুন প্রতি মাসে Adf.ly দিয়ে !!

এবার আমি আপনাদের সাথে একটি Hacking Bot বা Adf.ly Auto clicker শেয়ার করবো। এই হ্যাকিং বোট ব্যাবহার করে Adf.ly তে Auto Click করানো হয়। এ হ্যাকিং বোটটি ব্যাবহার করার জন্য আপনাদের দরকার হবে Adf.ly শর্ট লিঙ্ক(যেটাতে ভিউ করাবেন) এবং ফ্রেশ Proxy লিস্ট।
যাতে খুব সহজেই বুঝতে পারেন কিভাবে কি করতে হয় সে জন্য এই ভিডিও টিউটোরিয়াল টি দেখে নিতে পারেন এখান থেকে

এবার Adf.ly হ্যাকিং টুলস টি ডাউনলোড করুন এখান থেকে

তবে হ্যা অনেকেই আমাকে বলেছেন যে, এই Tools টি বাংলাদেশে কাজ করে না। আমি তাদের সাথে একমত না। কারন এই Tools টির মুল যাদু Proxy তে !! Proxy যদি ফ্রেশ হয় তাহলে ১০০% কাজ করবে।
Fresh Proxy List 1 এখানে
Fresh Proxy List 2 এখানে
আউটসোর্সিং এর আরও  আপডেট পেতে আমাদের এই TecH Solution-এ লাইক দিয়ে রাখুন।
কোন বিষয়ে না বুঝলে কমেন্ট এ বলতে পারেন

সৈজন্যঃ টেকিব্লগ


Related link: adf.ly hack 16 


Wednesday, November 18, 2015

আয় প্রতিদিন নিশ্চিত। অটো পাইলট দিয়ে আয় করুন $5 প্রতিদিন

আসসালামু-আলাইকুম । আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে অটো-পাইলট টাকা ইনকাম করা যাই। আপনি আপনার কম্পিউটার চালু রেখেই প্রতিদিন ৫ ডলার আয় করতে পারবেন। এই কাজটি খুবই সহজ যে কেউ চাইলেই করতে পারবেন। চলুন শুরু করা যাক।
প্রথমে এই লিঙ্ক এ যান এবং রেজিস্ট্রেশান করুন। এখানে আমি আমার রেফারাল লিঙ্ক দিয়েছি । 
Sign UP করার পর লগিন করুন। লগিন করে নিচের চবির মত Traffic Exchange এ ক্লিক করুন এবং ” Download HitLeap Viewer” এ ক্লিক করে ডাউনলোড করুন।
সফটওয়্যারটি ডাউনলোড করার পর ইন্সটল করুন এবং রান করান ও আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। তারপর নিচের ছবির মত ” Start” এ ক্লিক করুন।
অর্ধেক কাজ শেষ। এখন সফটওয়্যারটিকে মিনিমাইজ করে রাখুন। আপনার মিনিট আয় শুরু হয়ে যাবে এবং চলতে থাকবে। আপনি যত বেশি মিনিট আয় করতে পারবেন আপনি তত বেশি আয় করতে পারবেন।
এইবার এই লিঙ্কএ যান এবং রেজিস্ট্রেশান করুন । এখানে আমি আমার রেফারাল লিঙ্ক দিয়েছি । অ্যাকাউন্ট ভেরিফাই করুন এবং লগিন করুন ও নিচের ছবির মত বক্স আপনার ওয়েবসাইট বার যেকোনো লিঙ্ক দিন এবং “Shrink” এ ক্লিক করুন।
“Shrink” হওয়া লিঙ্ক টা কপি করুন এবং “HitLeap Viewer” ওপেন করে “My website” এ ক্লিক করুন। তারপর ” Submit website ” এ ক্লিক করুন এবং ওয়েবসাইট এর ঘরে লিঙ্ক টি পেস্ট করে “Submit” করুন।
ব্যাস কাজ শেষ । এইবার আপনি ঘুমাতে যান এদিকে দেখবেন আপনার আয় হতে থাকবে। মাঝেমধ্যে “Cashfly” এর অ্যাকাউন্ট চেক করে দেইখেন । একটু সময় নিয়ে অ্যাকাউন্ট আপডেট হতে।
কোন সমস্যা হলে কমেন্ট এ জানাবেন  আর সাথে সাথে সমাধান পেতে ফেসবুক গ্রুপ এ জয়েন করুন

5 Blogging online income / ব্লগিং করে অনলাইনে আয়

Tuesday, November 17, 2015

অটো ব্লগিং করে মাত্র ১ মাসের মধ্যেই আয় করুন ১০০-৩০০ ডলার বা তার চাইতেও বেশী।

– Saon A Menz
যারা বর্তমানে বেকার আছেন, ওডেস্ক বা ফ্রিলেন্সারে হাজার বিড করেও কাজ পাচ্ছেন না মুলত তাদের জন্যই আমার আজকের এই পোস্ট। ইদানিং দেখা যাচ্ছে অনলাইনে ইনকাম করার জন্য সবাই উঠে পড়ে লেগেছেন কিন্তু সফল হচ্ছেন না। কিন্তু এর কারন কি তা কি একবারও ভেবে দেখেছেন? আমার মনে হয় না। সবাই যদি এক রাস্তায় চলেন তাহলে তো রাস্তায় ভিড় হবেই আর নিজের লক্ষে পৌছাতে সময় লাগবেই তাই না? ইদানিং দেখা যায় সবার আগ্রহ গুটি কয়েক পন্থা ধরেই। ওডেস্ক আর এডসেন্সই বর্তমানে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। এতে কি হচ্ছে? এতে কম্পিটিশন বাড়ছে কিন্তু আয়ের কোন চান্সই দেখা যাচ্ছে না। আমি বলব অনলাইনে আয়ের অনেক উপায় আছে এবং সেই রাস্তা দিয়ে অনেক আয়ও করা যায় যদি আপনি নিজের চোখ কান একটু খলা রাখেন, একটু কষ্ট করেন আর একটু বিকল্প চিন্তা করেন। তো প্রায় ২ মাস যাবত আমি একটা বিকল্প নিয়ে কাজ করেছি আর আমি বলব আমি মোটামুটি সফল এখন পর্যন্ত আর এও বলব খুব ভালো ১টা রাস্তা এইটা। তো আসেন দেখি কিভাবে কি করবেন।
অটো ব্লগিং এর নাম অনেকেই হয়ত শুনেছেন আবার হয়ত  অনেকেই শুনেন নাই। যারা শুনেন নাই তাদের বলছি, অটো ব্লগিং এর মাধ্যমে আপনি আপনি ১-১০০০ ব্লগ পরিচালনা করতে পারবেন, পোস্টিং এর জন্য আপনাকে আর্টিকেল লিখতে হবেনা আর সারাদিন বসে বসে পোস্টিং ও করতে হবেনা। যেমন নাম তেমন কাজ। বেশ কিছু ভালো ফিচার পাবেন অটো ব্লগিং সফটওয়্যার এর মাধ্যমে। যেমনঃ আপনি ১০০০ ব্লগ ১টি সফটওয়্যার এর মাধ্যমে পরিচালনা করতে পারবেন। আপনাকে জাস্ট ম্যানুয়ালি ব্লগ গুলকে তৈরি করে সেটিং করে নিতে হবে। অটো ব্লগিং সফটওয়্যার প্রতিদিন আপনার ব্লগে পোস্ট করে যাবে। তো কোন জায়গা থেকে অটো ব্লগিং সফটওয়্যার পোস্টিং করবে এইটা ১টা প্রশ্ন। উত্তর হল অটো ব্লগিং বিভিন্ন ব্লগের RSS FEED থেকে সম্পূর্ণ আর্টিকেল GRAB করতে পারে আর তারপর আপনার ব্লগে সেই আর্টিকেল পোস্ট করবে। এমনকি ১টা আর্টিকেলের সম্পূর্ণ কন্টেন্ট ছবি থেকে শুরু করে সব কিছুই GRAB করবে আর তারপর পোস্ট করবে। এখানে কথা থেকে যায় যে বর্তমানে গুগোল এলগরিদম অনুযায়ী গুগোল কপি পেস্ট পোস্ট পছন্দ করেনা। সমাধান হলঃ অটো ব্লগিং সফটওয়্যারে আপনি পাবেন ট্রান্সলেট করার ব্যবস্থা। যেকোনো আর্টিকেলকে যে কোন ভাষায় রুপান্তর করে তারপর আবার ইংলিশে রুপান্তর করবে। পুরো ব্যাপারটা ক্লিয়ার করিঃ ধরেন ১টা ইংরেজি আর্টিকেল, এইটাকে যদি প্রথমে ফিনিশ ভাষায় ট্রান্সলেট করি আর তারপর আবার ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে কিন্তু পুরো আর্টিকেলটাই ইউনিক হয়ে যায় যদিও আর্টিকেলের মান ভালো হবেনা। আর আমাদের এই আরনিং ক্যাম্পেইনে খুব ভালো মানের আর্টিকেল এর প্রয়োজন নাই। তাহলে দেখা গেল অটো ব্লগিং সফটওয়্যার দ্বারা ইউনিক আর্টিকেল দেয়া সম্ভব।
তো আপনি যদি প্রথমে ২০টা ব্লগ তৈরি করেন আর তারপর সবগুলো ব্লগকে অটো ব্লগিং সফটওয়্যার দ্বারা সেটিং করে নেন তাহলে অটো ব্লগিং প্রতিদিন আপনার সাইটে পোস্ট করবে। আর ১ মাসের মধ্যে আপনার সাইটে আপনি মিনিমাম ৫০০ ভিজিটর পাবেন। অবশ্য আপনাকে কিছু SEO এর কাজও করে নিতে হবে। আর কিভাবে SEO করবেন সেইটা আমি নিচে আলোচনা করেছি। এখানে আগে থেকেই বলে রাখা ভালো যে ব্লগ তৈরি করার আগে কিছু কি ওয়ার্ড রিসার্চ করে নিতে হবে। Google Adwords টুলস দিয়ে আপনি কিছু লো কম্পিটেটিভ কি ওয়ার্ড সিলেক্ট করবেন আর কি ওয়ার্ডের EXACT LOCAL MONTH সার্চ ভলিউম যাতে মিনিমাম ১০০০ হয়। এবার ফ্রি ব্লগিং সাইট ব্লগার বা ওয়ার্ডপ্রেস সাইটে ব্লগ খুলবেন আর আপনার কি ওয়ার্ড ডোমেইন নেম হিসাবে ব্যাবহার করবেন। এতে আপনার সাইট সার্চ ইঞ্জিন রেঙ্কিং এ তারাতারি এসে পরবে। তো আমি ধরে নিলাম আপনি ২০ টা কি ওয়ার্ড সিলেক্ট করে ২০টা ব্লগ খুলেও ফেলেছেন। এবার খুব সুন্দর ভাবে আপনার ব্লগকে একটু সাজিয়ে নিন আর অনপেজ ফ্যাক্টর গুলকে ঠিক ঠাক করে ফেলুন। অর্থাৎ সাইট টাইটেল, মেটা ডিসক্রিপশন, ইত্যাদি ইত্যাদি।
তো আসেন দেখে নেই কিভাবে আপনি অটো ব্লগিং দিয়ে কাজ করবেন। আমি এইখানে যে অটো ব্লগিং সফটওয়্যার দিব সেইটার নাম হল “AUTO BLOG SAMURAI” এর মার্কেট প্রাইস হল ——। কিন্তু আমি আপনাকে এইটার Crack ভার্সন দিব। যদি এতো টাকা দিয়ে আমাদের সফটওয়্যার কিনেই কাজ করতে হয় তাহলে এই পোস্টের কোন মূল্যই থাকবেনা। নিচের লিংক থেকে ডাউনলোড করে নিবেন।
ইন্সটল করে crack ফাইলটা ইন্সটল ডাইরেক্টরিতে কপি করে নিবেন তাহলে ফুল ভার্সন হয়ে যাবে।
এবার সফটওয়্যার টা চালু করুন। উপরে বাম কোনা থেকে NEW সিলেক্ট করুন আর তারপর BLOG সিলেক্ট করুন।
একটা নতুন উইন্ডো আসবে সেইখানে আপনার ব্লগিং প্লাটফর্ম সিলেক্ট করুন। ব্লগার হলে ব্লগার আর ওয়ার্ড প্রেস হলে ওয়ার্ড প্রেস সিলেক্ট করুন। আমি এখানে ব্লগার এর সেটিং দেখাব যদিও ওয়ার্ড প্রেসের সেটিং ও প্রায় একি ধরনের। আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিবেন( Blogger Username & Password)। Connect And Get Blogs এ ক্লিক করুন। কয়েক সেকেন্ড পর আপনার সব ব্লগের লিস্ট দেখতে পারবেন।
এবার আপনার ব্লগ সিলেক্ট করুন। তারপর নিচে থেকে Add Blog এ ক্লিক করুন। আপনার ব্লগ সাকসেসফুলি এড হয়েছে দেখানো হবে। আপনি FEED যুক্ত করবেন কিনা জানতে চাওয়া হবে আপনি YES এ ক্লিক করুন। এবার আপনার ব্লগের আর্টিকেলের জন্য ফিড খুজার পালা।
এইটা খুব একটা কঠিন কাজ না। আপনার ব্লগের যে কি ওয়ার্ড সিলেক্ট করেছেন সেই কি ওয়ার্ড দিয়ে গুগোলে সার্চ দিন আর প্রথম ১০ টা সাইটের RSS FEED URL কপি করে নিন। তারপর  ENTER FEED DETAILS ১টা লিংক দিন, how to identify ঘরে যেকোনো ১টা নাম দিন। তারপর আপনার কোন ব্লগে এই ফিড থেকে আর্টিকেল পাবলিশ হবে তা সিলেক্ট করতে নিচে ADD To Blog এ ক্লিক করুন আর আপনার ব্লগ সিলেক্ট করুন।  এবার নিচে থেকে More Settings এ যান Article translet এর জন্য yes করুন আর সেটিং টা এইভাবে করুনঃ
Auto Detect Language ———- Germany———————-English
Finish করে বের হয়ে আসুন। এইভাবে আপনার সবগুল ব্লগকে ADD করে নিন। এবার আপনার ব্লগে আর্টিকেল পাবলিশ করার সময়। মেইন উইন্ডো থেকে উপরে UPDATE এ ক্লিক করুন দেখবেন সকল ফিড গুলো ১টা ১টা করে আপডেট হচ্ছে। আপনার ব্লগে কোন আর্টিকেল পাবলিশ করবেন তা সিলেক্ট করুন আর তারপর পাবলিশ করুন। আপনি schedule দিয়ে রাখতে পারেন আর আপনার দেয়া সময় অনুযায়ী আপনার ব্লগে আর্টিকেল পোস্ট হবে।
ব্লগ তো বানানো হল কিন্তু ভিজিটর ছাড়া ব্লগের মূল্য ১ পয়শাও নাই। আর ভিজিটর আনতে হলে আপনাকে অবশ্যই SEO করতে হবে। এখন কথা হল এই ২০ তা ব্লগের জন্য seo করতে গেলে তো জান বাহির হইয়া যাইব তাই না? ভাবতে পারেন ২০টা ব্লগের লিংক বিল্ডিং কতটুকু কঠিন কাজ হইতে পারে? এইজন্য আমি কাজটাকে সহজ করার জন্য ব্ল্যাকহাট টুলস ইউজ করছি। আমরা অটো ব্লগিং এর পাশাপাশি অটো লিংক বিল্ডিং ও করবো। আর এইজন্য আমরা ইউজ করবো SENUKE XCR টুলস। SEO এর সাথে জড়িত কিন্তু এই টুলসের নাম শুনেন নাই এমন ১টা লোকও আপনি দেখাতে পারবেন না। লিংক বিল্ডিং এর বস এই সফটওয়্যার। খুব দ্রুত লিংক বিল্ডিং করতে পারে। এই টুলস ইউজ করার জন্য আপনাকে প্রতি মাসে ১০০ ডলার এর উপর গুনতে হবে কিন্তু আমি আমি আগেই বলেছি ইনকাম করার আগে ১ পয়শাও খরচ করবো না। আর তাই এইটারও Crack ভার্সন আপনাদের দিলাম। নিচে ডাউনলোড লিংক দেয়া আছে।
Senuke XCR দিয়ে আপনি সোশ্যাল বুকমার্ক, ওয়েব ২.০, ফোরাম প্রোফাইল, আর্টিকেল সাবমিশন সহ বহু ধরনের লিংক বিল্ডিং করা যায় আর টা হয় খুব দ্রুত। আসুন দেখি কিভাবে এই টুল ইউজ করে আপনি আপনার সাইটগুলোর জন্য লিংক বিল্ডিং করবেন।
এইখান থেকে আগে সফটওয়্যার টি ডাউনলোড করুন। এইটা পোর্টেবল ভার্সন তাই ইন্সটল করার দরকার নাই। ফোল্ডার খুলে Senuk চালু করুন। Verify ক্লিক করুন। যত পোপআপ মেনু আসবে সব no সিলেক্ট করুন। এবার NEW তে যাবেন আর তারপর ACCOUNT CREATION সিলেক্ট করবেন। ডান পাশের ঘর থেকে RANDOM PROFILE লেক্ট করে ইমেইল একাউন্ট তৈরি করেন।
ইমেইল একাউন্ট তৈরি হয়ে গেলে এবার সাইটে একাউন্ট ক্রিয়েট করতে হবে। যদি আপনি সোশ্যাল বুকমার্ক করতে  চান তাহলে সোশ্যাল বুকমার্ক মারক করে উপর থেকে স্টার্ট বাটন ক্লিক করুন। তার আগে উপরে SELECT PROFILE ঘর থেকে আপনার প্রফাইল সিলেক্ট করে দিবেন।
দেখবেন আপনার সোশ্যাল বুকমার্ক সাইতগুলোতে একাউন্ট তৈরি করার কাজ শুরু হয়ে গেছে। আপনার কাছে ক্যাপচা চাইবে আপনি ম্যানুয়ালি ক্যাপচা লিখে দিবেন। আপনি চাইলে ২ ডলার খরচ করে ১ হাজার ক্যাপচা কিন্তেও পারবেন। তাহলে আপনাকে কষ্ট করে ক্যপচা পুরন করতে হবেনা। কিন্তু আমি আগেই বলেছিঃ ইনকাম করার আগে ১৳ খরচ করবনা।
ধরে নিলাম আপনার একাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে তো এবার ইমেইল ভেরিফিকেশনের পালা। সেটাও আপনাকে করতে হবেনা SENUKE নিজে থেকেই ইমেইল ভেরিফিকেশন করে নিবে।
তো এবার আমাদেরকে সোশ্যাল বুকমার্ক করতে হবে। বর্তমান গুগোল এলগরিদমে সোশ্যাল বুকমার্ক খুবই পাওয়ারফুল আর খুব সহজেই এর দ্বারা লিংক বিল্ডিং করা যায়। তাই প্রতিটা পোস্টই পাবলিশ হবার পর সোশ্যাল বুকমার্ক করে নেয়া ভালো। এতে পোস্ট খুব দ্রুত গুগোল ইনডেক্স করে নেয়। আর খুব ভাল ট্রাফিকও পাওয়া যায়।
তো আবার মেইন মেনুতে চলে যান তারপর NEW সিলেক্ট করুন আর এইবার SOCIAL BOOKMARKING সিলেক্ট করুন। নতুন উইন্ডো আসবে সেইখানে উপর থেকে আপনার প্রোফাইল সিলেক্ট করুন। OUTPUT URL LIST এর ঘরে যেকোনো ১টি নাম দিন (এই লিস্ট থেকেই আপনার ব্যাকলিঙ্ক গুলো পাবেন।) ।এখন RSS LIST এর ঘরে যেকোনো ১টা নাম দিন।
এবার WEBSITE এর ঘরে যে সাইটের জন্য বুকমার্ক করতে চান সেই সাইট গুলোর লিংক দিন, আপনি চাইলে অনেকগুল লিংক দিতে পারেন। Title এর ঘরে পোস্ট এর টাইটেল দিন। TAGS এর ঘরে ট্যাগস দিবেন।
DISCRIPTION এর ঘরে ডিসক্রিপশন দিন । এগুল সবই স্পিন করে নেয়া হবে তাই ভয়ের কিছুই নাই। এবার ডান পাশের ঘরে SELECT/DESELECT SITE WITH ACCOUNT  মার্ক করুন। এতে যে সকল সাইটে আপনার একাউন্ট করা আছে সেই সাইট গুলোতেই শুধু বুকমার্ক করা হবে।
উপরে বাম পাশের কোনা থেকে START করুন। বুক্মারকিং করা শুরু হবে। ক্যাপচা চাইলে ক্যাপচা দিবেন।
এইভাবে আপনি খুব দ্রুত সকল সাইটের জন্য লিংক বিল্ড করতে পারবেন। আর যত লিংক বিল্ড করবেন ততই ভিজিটর আপনার সাইটে আসবে।
এবার আসি ইনকামের প্রসঙ্গে। ব্লগ তৈরি করা শেষ, SEO করা শেষ এবার তাহলে ইনকামের পালা। ইনকামের জন্য আমরা কয়েকটা সাইট ইউজ করবো সেইগুল হল এড লিফ, এড ফোক (অবাক হইয়া গেলাম ইংরেজি তে লিখলে পোস্ট ই পাবলিশ হয় না!!!) infolinks, clicksor. এই ৪টা সাইটে একাউন্ট করে নিন। এই ২ সাইটে ১৪০০ ক্লিক পরলে ১ ডলার আয় করা যায়। এইটা মিনিমাম। আমি সব মিনিমাম হিসাব করেই করেছি।
এডলিফ আর এডফোক সাইট থেকে URL SHORTEND করে আপনার সাইটে শেয়ার করবেন। পারলে entry script ও ব্যাবহার করতে পারেন। তো ধরা যাক ১ মাস পর আপনার প্রতিটা সাইটে ৫০০ জন করে ভিজিটর আসছে। তাহলে পেজভিউ হবে মিনিমাম ৯০০। আর এডলিফ সাইটে ক্লিক পরবে প্রতিদিন ২০০ করে। আপনার আছে ২০ টা সাইট তাহলে ২০ সাইটের জন্য ২০ গুন ২০০ = ৪০০০ ক্লিক। তাহলে দেখা যাচ্ছে প্রতিদিন ২০ টা সাইট থেকে আসছে ৩ ডলার। আর মাসে ৯০ ডলার।
এবার আসি Infolinks & Clicksor এর দিকে। প্রতিদিন যদি ৯০০ পেজ ভিউ হয় তাহলে ইম্প্রেশন আসবে ৫০০ থেকে ৬০০। আর যদি eCPM রেট ০.20 হয় তাহলে প্রতি সাইটের ডেইলি ইনকাম ১০০ সেন্ট। অর্থাৎ ২০ সাইটে ২ ডলার মাসে ৬০ ডলার। একি হিসাব আসবে clicksor এড থেকেও আর প্রতি মাসে এইখান থেকেও আয় হবে ৬০ ডলার। তাহলে সর্বমোট কত দাঁড়ালো?
৯০+.৬০+৬০=২১০ ডলার।
খুব কি অলৌকিক কিছু মনে হচ্ছে? আমার মনে হয় না। সম্ভব এবং খুবই সম্ভব। এইটা করার জন্য খুব খর আর কাঠ পুরাতে হবে না। চেষ্টা করেই দেখেন। সব ম্যাটেরিয়াল তো ফ্রিতেই পাচ্ছেন তাই না? অনেক কষ্ট হয়েছে সম্পূর্ণ পোস্ট লিখতে। যদি একজনও মনে করেন এইটা একটা উপকারী পোস্ট তাহলেই আমার এই কষ্ট সার্থক হবে। আমি সবসমই চেয়েছি ভালো কিছু শেয়ার করতে। আমি চাই আপনারাও সফল হন এগিয়ে নিয়ে যান আমাদের এই ছোট্ট দেশটাকে। পরবর্তীতে নতুন পোস্ট পাবেন কিভাবে Reddit আর Stumbleupon সাইট থেকে আপনার সাইটের জন্য প্রতিদিন ২ হাজার ভিজিটর নিয়ে আসবেন। পোস্টে সমস্যা পেলে বা কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন।

Sunday, November 15, 2015

অটো ব্লগিং করে মাত্র ১ মাসের মধ্যেই আয় করুন ১০০-৩০০ ডলার বা তার চাইতেও বেশী (২য় পর্ব)লিঙ্ক বিল্ডিং টুলস এর ব্যাবহার।



সবাইকে সালাম জানিয়ে আজকের টিউন শুরু করছি। অনেকেই আমাকে মেসেজ পাঠিয়েছেন পরবর্তী টিউনের জন্য। আপনারা সবাই যে আমার টিউনটি সাদরে গ্রহন করেছেন এর জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আসলে নিজের করম ব্যাস্ততার কারনে টিউন করার সময় পাই না। যার কারনে এই টিউন করতে অনেক দেরি হয়ে গেল।

প্রথম পোস্টে অনেকেরই অনেক ধরনের সমস্যা হয়েছে যার কারনে অনেকেই কাজ শুরু করতে পারেন নাই। সেই সমস্যা গুলোর সমাধান সহ আজকে নতুন কিছু টিপস শেয়ার করবো যাতে আপনারা আরও দ্রুত কাজকে এগিয়ে নিতে পারেন। তার আগে কিছু কথা বলার প্রয়োজন মনে করি।
আমি এইখানে আপনাদের কারো পকেটের টাকা লুট করতে আসি নাই। আমার পোস্ট যাদের ভালো লাগেনা তাদের আমি আমার পোস্টে আসতে বলি নাই। সবার মতের অমিল থাকতেই পারে আর সেটাই স্বাভাবিক। কিন্তু টা বলে যে আমার পোস্ট নিয়ে অন্য কোন ফেসবুক গ্রুপে গিয়ে পোস্ট করতে হবে এমনটা হওয়া উচিত নয়। গত পোস্টের পর আপনি আমার পোস্ট নিয়ে ফেসবুকের ১টি গ্রুপে বিদ্রুপ করেছেন। আমি আপনার নাম এখানে প্রকাশ করছিনা কারন এতক্ষণে আপনি ঠিকি বুঝে গেছেন এই কথা গুলো আমি আপনাকেই বলছি। আমার পোস্টের গ্রহণযোগ্যতা নিয়ে আপনার যদি সন্দেহ থাকে তাহলে দয়া করে আমার পোস্ট থেকে ১০০ হাত দূরে থাকবেন। হোয়াইট হ্যাট হোয়াইট হ্যাট নিয়ে যে এতো চিল্লা চিল্লি করেন আমি আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব আপনি SEO করতে যা করেন তার ৮০ ভাগই স্পাম। যদি সন্দেহ থাকে তাহলে আমাকে দেখান আপনার কয়েকটা ব্যাকলিংক যেগুলো স্পাম না।
ব্ল্যাক হ্যাট মারা যায় নাই আর কোনদিন যাবেও না। এইখানে আমি ব্ল্যাক হ্যাট শিখাইতে আসি নাই। আসছি কিছু মানুষের উপকার করার জন্য। আর আপনি যদি বলেন এইগুলা দিয়ে কাজ হয় না তাহলে আমি আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব যে কাজ হয় কি হয় না। যদি পারেন তাহলে একটু কষ্ট করে টিউন করেন আর সবাইকে শিখান।  Crack সফটওয়্যার আর বিভিন্ন নিউজ নিয়ে সবাই টিউন করতে পারে কিন্তু আপনার নিজের জ্ঞানের ভাণ্ডার হতে আপনি কিছুই শেয়ার করবেন না কারন এতে আপনার একজন কম্পিটিটর বেড়ে যাবে আর এইটা আপনি কোনদিনও চাইবেন না। আর কেউ যখন সে ধরনের কিছু সবাইকে শেয়ার করবে তখন আপনার আতে ঘা লাগে আর এটাই স্বাভাবিক। সমালোচনা করবেন তো আমার পোস্টে আইসা করেন অন্য গ্রুপে গিয়ে করার মানে কি যেখানে আমি আত্মপক্ষ সমর্থনের সুযোগই পাবো না? যদি আমার টিউন আপনার ভালো না লাগে তাহলে সরাসরি আমাকে বলেন, আমাকে প্রশ্ন করেন, আমি উত্তর দিব যদি আপনার কাছে ভালো না লাগে সেইটা সরাসরি বলবেন কিন্তু এদিক ওদিক গিয়ে কুটনামী করার দরকার কি?
যাইহোক আমার টিউন পাঠকদের বলবো আপনারা যদি মনে করেন অটো ব্লগিং খুব সহজ তাহলে অনেক বড় ভুল করবেন। এইটা সহজ কোন ব্যাপার না আর এতে অনেক কষ্ট করা লাগে। প্রতিদিন যদি মিনিমাম ১০ ১২ ঘণ্টা সময় দিতে না পারেন তাহলে কিছুই হবেনা। আপনাকে প্রতিদিনই একটিভ থাকতে হবে। আর আমার সাজেশন হচ্ছে অটো ব্লগিং এর পাশাপাশি আপনার মুল ব্লগের কাজ ও করবেন। আর হ্যা সবচাইতে বড় কথা হল আপনি যদি খুব ভালোমতো কি ওয়ার্ড সিলেক্ট করতে না পারেন তাহলে লাভ হবেনা। তাই সবার আগের কথা হল ভালো কি ওয়ার্ড নির্বাচন করা। ১টি ভালো কি ওয়ার্ড নির্বাচন করার জন্য অনেক সময় ৪ ৫ ঘণ্টাও লেগে যেতে পারে। কিন্তু তারপর আপনি যদি ১টা ভালো কি ওয়ার্ড খুজে পান তাহলে সেইটা আপনাকে সবসময় ভিজিটর আর আর্থিক সুবিধা দিবে।
কি ওয়ার্ড নির্বাচনের কোন কোন ব্যাপারগুলো মাথায় রাখবেনঃ আমি আসলে কোন সার্চ ইঞ্জিন এক্সপার্ট নই। তাই আমার ভুল হতেই পারে। আমি যা বলি আপনাদের বলি তা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে সংগ্রহ করা। তাই আপনার কাছে যদি ভালো লাগে তবেই আমার রাস্তা অনুসরন করতে পারেন। আর যদি কিছুটা অমত থাকেন তাহলে সেটুকু বাদ দিয়ে দিবেন। আর যদি পুরোটাতেই অমত থাকেন তাহলে তো কথাই নাই। কি ওয়ার্ড সিলেকশনের জন্য মাত্র ১টি টুলই যথেষ্ট নয়। আপনাকে কয়েকটা টুল ব্যাবহার করতে হবে ভালো রেজাল্টের জন্য। গুগোল এডওয়ার্ড নিঃসন্দেহে একটি ভালো কি ওয়ার্ড রিসার্চ টুল। কিন্তু এইটা আপনার আমার জন্য স্বয়ং সম্পূর্ণ নয়। কারন যারা এডওয়ার্ড ক্যাম্পেইন করবে তাদের কথা মাথায় রেখে এই টুল তৈরি করা হয়েছে। আপনি যদি গুগোল এডওয়ার্ড দিয়ে কোন কি ওয়ার্ড রিসার্চ করেন আর সেখানে যদি কম্পিটিশন লো পান তাহলে খুব খুশি হয়ে যাবেন না। কারন সেইটা SEO কম্পিটেশন না এইটা হল যারা বিজ্ঞাপন দিবে তাদের কম্পিটিশন। কম্পিটিশন বুঝার জন্য আপনাকে কিছু কাজ রিসার্চ করতে হবে যা আমি এই টিউনে কিছুটা আলোচনা করেছিলাম আশা করি দেখে নিবেন। আরও কিছু কি ওয়ার্ড টুল আপনাদের শেয়ার করবো যেইটা দিয়ে আপনার ভালো কি ওয়ার্ড আইডিয়া পেতে পারেন।


এমন আরও অনেক কি ওয়ার্ড রিসার্চ টুল আছে যেগুলো আপনাকে সাহায্য করতে পাারে।
SENUKE XCR Tutorial: অনেকেই সফটওয়্যারটি ডাউনলোড করেছেন কিন্তু কাজ করতে পারছেন না। আবার অনেকেই ডাউনলোড করতে পারেন নাই। তাদের জন্য নতুন লিংক।এইখান থেকে ডাউনলোড করুন। যারা  AUTO BLOG SAMURAI ডাউনলোড করতে পারেন নাই তারা এইখান থেকে ডাউনলোড করুন
আজকে আমি আপনাদের দেখাব কিভাবে এই টুল দিয়ে কাজ করবেন।
Create A Project: সবার প্রথমেই আমাদের ১টি প্রজেক্ট তৈরি করতে হবে। যেহেতু আপনি অনেকগুল ব্লগের কাজ করবেন তাই প্রতিটা ব্লগের জন্য আলাদা আলাদা প্রজেক্ট তৈরি করবেন। এতে কাজ করতে সুবিধা হবে। তো প্রজেক্ট তৈরি করতে প্রথমেই টুল টি চালু করুন। মেইন উইন্ডো আসলে উপরে Wizard এর ডানে New তে ক্লিক করেন আর campaign সিলেক্ট করুন। Campaign এর ১টা নাম দিন যাতে আপনার প্রতিটি প্রোজেক্ট চিনতে কোন সমস্যা না হয়, দেখবেন বাম পাশের বারে আপনার প্রোজেক্ট যুক্ত হয়েছে। এবার আপনার প্রোজেক্ট টি সিলেক্ট করুন। প্রথমেই আমাদের বিভিন্ন সাইটে একাউন্ট খুলতে হবে আর তাই আবার New তে ক্লিক করুন আর তারপর সিলেক্ট করুন Account Creation। দেখবেন ডান পাশের বারে আপনার টাস্ক যুক্ত হয়েছে।


এবার টাস্কে ডাবল ক্লিক করে প্রবেশ করুন। বিভিন্ন সাইটে একাউন্ট খুলার আগে আমাদের ১টি ইমেইল একাউন্ট চাই। এই ব্যাপারটা নিয়ে অনেকেই সমস্যায় পড়েছেন। আমার নির্দেশনা গুলো অনুশরন করেন। প্রথমেই আমরা ১টা প্রোফাইল তৈরি করবো। এর জন্য Generate Random Profile ক্লিক করুন।
এখানে লখ করুন Create Email Address নামে ১টা অপশন আছে। এইখানে ক্লিক করলে আরও কিছু অপশন পাবেন। যেমন আপনি কোন ইমেইল এড্রেস খুলবেন আর একটি লিস্ট পাবেন। লক্ষ্য করবেন Download Pre-Created Hotmail Id তে যদি আপনি সিলেক্ট করেন তাহলে Error দেখাবে কারন আমরা Crack টুলস ইউজ করছি। তাই আপনি Yahoo Mail সিলেক্ট করতে পারেন। তবে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি ম্যানুয়ালি ১টি জিমেইল আইডি খুলে নেন। এতে কোন সমস্যাতে পরবেন না। ধরলাম আপনি ১টি জিমেইল আইডি খুলেছেন আর তাহলে Email Address এর জায়গাতে আপনি আপনার জিমেইল আইডি দিয়ে দেন।


যে কোন সাইটে নতুন আইডি খুললে ইমেইল ভ্যারিফিকেশন করতে হয় সে ক্ষেত্রে আপনি উপরে Verify Email যাবেন আর এই ভাবে সেটিং করবেন। আমি জিমেইল এর সেটিং দেখাচ্ছি। যদি আপনি অন্য কোন ইমেইল খুলেন তাহলে ভিন্নভাবে সেটিং করে নিবেন।

Reset Mail Setting: এখানে আপনার Email Provider যেহেতু জি মেইল সেহেতু Gmail সিলেক্ট করুন। নতুন ১টা বক্স আসবে সেখানে আপনার জিমেইল আইডি দিবেন পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিবেন। আর কিছু আপনাকে করতে হবেনা। বাকিটা ওরা নিজেরাই করে নিবে।
এবার সাইটে একাউন্ট তৈরি করার পালা। এইটা খুব কঠিন কাজ না। ধরেন আপনি Social Network Site এ একাউন্ট খুলবেন সেক্ষেত্রে  উপরে SELECT OTHER নামে ১টা অপশন আছে সেইখানে ক্লিক করুন আর তারপর "SELECT NETWORK SITES" এ ক্লিক করুন তারপর "WITHOUT ACCOUNTS" এ ক্লিক করুন। এবার উপরে বাম পাশের কোনা থেকে RUN এ ক্লিক করুন। দেখবেন আপনার একাউন্ট তৈরি করা শুরু হয়ে গেছে। যদি মাঝখানে ক্যাপচা চায় তাহলে ক্যাপচা দিবেন। একাউন্ট তৈরি করা শেষ হয়ে গেলে Email Verify করতে হবে সেইটা Senuke নিজেই করে নিবে। এইভাবে আপনি সব ধরনের সাইটে একাউন্ট খুলে নিবেন। এই জায়গাতে আমি আপনাকে কিছু পরামর্শ দিবো। আপনি যদি SEO সম্পরকে একটু অজ্ঞ হয়ে থাকেন তাহলে আপনি বুঝবেন না কোন কোন লিংক আপনাকে বিল্ড করতে হবে। সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি যদি পারেন তাহলে সব ধরনের লিংক ই বিল্ড করেন এতে ভালো কাজ হবে।
এবার আসি লিংক বিল্ডিং প্রসঙ্গে। একাউন্ট তো তৈরি করা হল এবার তাহলে লিংক বিল্ডিং করার পালা। আপনার সফটওয়্যার এর মেইন মেনুতে যান। আবার উপরে NEW তে যান আর কোন ধরনের লিংক বিল্ডিং করবেন তা সিলেক্ট করুন। আমি ধরে নিলাম আপনি SOCIAL NETWORK সাইটে লিংক বিল্ডিং করবেন। সেই ক্ষেত্রে আপনি SOCIAL NETWORK সিলেক্ট করুন। দেখবেন ডান পাশে টাস্ক যুক্তও হয়েছে। এবার ডাবল ক্লিক করে প্রবেশ করুন। উপরে Profile থেকে আপনার প্রোফাইল সিলেক্ট করুন। তার ডান আশে আপনি OUTPUT URL LIST নামক একটি ঘর দেখতে পারবেন। এইখানে + এ ক্লিক করে যেকোনো ১টি নাম দিয়ে ওকে করে বের হয়ে আসুন। আপনার ব্যাক লিংকগুলো এই জায়গাতে জমা হবে। একি ভাবে OUTPUT RSS LIST এর নাম দিয়ে এড করে নিবেন।
SOCIAL NETWORK সাইট গুলতে আপনি আপনার আর্টিকেল পাবলিশ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার কি ওয়ার্ড অনুযায়ী আপনাকে আর্টিকেল লিখতে হবে। আর কি ওয়ার্ড কে এঙ্কর টেক্সট করে আপনার সাইট কে পয়েন্ট করবেন। যারা নতুন তাদের হয়ত ব্যাপারগুলো বুঝতে কিছুটা অসুবিধা সেই ক্ষেত্রে আমি বলবো SEO এর উপর যে চেইন টিউন গুলো আছে সেগুল একটু কষ্ট করে পড়ে নিবেন।
আপনার সম্পূর্ণ আর্টিকেল রেডি হবার পর আর্টিকেলের ঘরে আপনার পুরো আর্টিকেল পেস্ট করে দিবেন। আর্টিকেলকে ইউনিক করার জন্য টুলসটি আপনার আর্টিকেলকে স্পিন করে নিবে। তাই সব আর্টিকেলই ইউনিক হবে। স্পিন করার জন্য নিচে Auto-Generate Spinner Variation এ ক্লিক করে একটু অপেক্ষা করুন। আপনার আরতিএল্কে স্পিনিং মোডে দেখতে পারবেন। এবার ডান পাশের ঘরে কি ওয়ার্ড এর ঘরে আপনার কি ওয়ার্ড, tags এ ট্যাগ, টাইটেল এর ঘরে আর্টিকেল এর টাইটেল দিবেন। এবার কোন কোন সাইটে আর্টিকেল পোস্টিং হবে সেইটা ফিক্সড করার জন্য SELECT/DESELCT SITES WITH ACCOUNTS মার্ক করে দিবেন। কিছু কিছু সাইটে আর্টিকেল পোস্টিং করার জন্য ক্যাটাগরি দিতে হয় সেইখেত্রে সাইটের লিস্ট এ লক্ষ্য করবেন কিছু কিছু সাইটে <select> লিখা আছে। এখানে ক্লিক করে Catagory সিলেক্ট করে দিবেন। এবার উপরে বাম পাশের কোনা থেকে START করুন দেখবেন আপনার আর্টিকেল পোস্টিং হওয়া শুরু হয়ে গেছে। শেষ হয়ার আগ পর্যন্ত অপেক্ষা করুন।


শেষ হয়ে গেলে আপনার পোস্টিং করা আর্টিকেল গুলো যদি আপনি দেখতে চান তাহলে মেইন উইন্ডো তে যাবেন। ডান পাশের ঘরে URLS এ ক্লিক করুন। আপনার নাম দেয়া OUTPUT URL LIST দেখতে পারবেন। ডাবল ক্লিক করে প্রবেশ করুন আর পোস্টিং হওয়া আর্টিকেল এর লিংক গুলো বুঝে নিন। এভাবে আপনি সব ধরনের লিংক বিল্ডিং করতে পারবেন। Senuke প্রায় সব ধরনের লিঙ্কক বিল্ডিং করে থাকে সেই ক্ষেত্রে যারা নতুন তাদের লিংক বিল্ডিং করার জন্য খুব বেশী কষ্ট করতে হবেনা। যেমন আপনি আর্টিকেল ডিরেক্টরিতে আর্টিকেল সাবমিট করতে পারবেন, WIKI সাইটে লিংক বিল্ডিং, Social Bookmark, Forum Profile, Video Module Submission, সহ অনেক ধরনের লিংক বিল্ডিং করতে পারবেন। লিংক বিলদ করার পর আপনি সব লিঙ্কগুলকে Ping করে নিবেন এতে ব্যাক লিংক খুব দ্রুত ইনডেক্স হবে। আপনি এই টুলস দিয়েই পিং করে নিতে পারবেন।
আপনি যখন এই টুলস দিয়ে ব্যাক লিংক Blast করবেন তখন ১ থেকে ২ সপ্তাহের মধ্যে ভিজিটরের অভাব হবে না। আমি ব্যাক্তিগত ভাবে কমেন্ট ব্যাকলিংক খুবই পছন্দ করি। কারন এতে খুব দ্রুত কি ওয়ার্ড র‍্যাঙ্ক করা যায়। কিন্তু বর্তমানে কমেন্ট করে লিংক বিল্ডিং করাটা দুরহ ব্যাপার হয়ে গেছে। স্পামের কারনে সাইট এডমিন খুবই স্ট্রিক্ট আর এই কারনে এখন কমেন্ট করে ডু ফলো ব্যাক লিংক পাওয়াই যায় না। দেখা যাবে আপনি ম্যানুয়ালি ১০০ সাইটে কমেন্ট করলেন আর সেইখান থেকে মাত্র ২ ৩ টা সাইট থেকে আপনি ব্যাক লিংক পেলেন। কমেন্ট করার জন্য আমি আপনাদের ১টা সফটওয়্যার দিবো যা দিয়ে আপনি ব্লগ কমেন্ট ব্যাক লিংক পাবেন।
No Hands SEO:  এই সফটওয়্যার দিয়ে আপনি ব্লগ কমেন্ট করতে পারবেন। আপনার কি ওয়ার্ড অনুযায়ী বিভিন্ন সাইট খুজে বের করবে আর রিলিভেন্ট সাইটে কমেন্ট করে আপনার জন্য লিংক বিল্ডিং করবে। তো আসুন দেখে নেই কিভাবে কাজ করবেন।

এইখান থেকে টুলস টি ডাউনলোড করে নিন। ইন্সটল করুন আর Crack কপি পেস্ট করে নেন। এবার সফটওয়্যার টি চালু করেন। FULL ADDRESS এ আপনার সাইটের লিংক দিন।

SEARCH KEYWORD এর ঘরে যে কি ওয়ার্ড দিয়ে ওয়েব সাইট সার্চ করা হবে তা দিবেন। তার নিচের ঘরে আপনার এঙ্কর টেক্সট কি হবে সেইটা দিবেন। তারপর ADD PROFILE এ ক্লিক করবেন। দেখবেন আপনার প্রোফাইল যুক্তও হয়েছে। উপরে ১টা প্লে বাটন দেখতে পারবেন সেই বাটনে ক্লিক করুন আর দেখুন কাজ শুরু হয়ে গেছে। আর একটা ব্যাপার। এই সফটওয়্যার চালানোর জন্য আরও ১টা সফটওয়্যার লাগবে। কারন বর্তমানে যেকোনো সাইটে কমেন্ট করতে গেলে বর্তমানে ক্যাপচা এন্ট্রি করতে হয়। আর ম্যানুয়ালি ক্যাপচা এন্ট্রি করার কোন সিস্টেম এই টুলস এ নাই। আর এই জন্য ক্যাপচা এন্ট্রি করার জন্য Captcha Sniper X নামের ১টা টুল দিচ্ছি। যেইটা দিয়ে অটো ক্যাপচা শলভ হবে।
এইখান থেকে টুলসটি ডাউনলোড করে নিন। ইন্সটল আর Crack কপি পেস্ট করে দিবেন।

সফটওয়ারটি চালু করুন। এবার Platform এর ঘরে Blog মার্ক করে দেন। সফটওয়্যার টি চালু রাখুন।

একি সাথে No Hands Seo চালু করুন। এবার No Hands Seo এর Settings এ যান । এবার More এ যান। TEST CAPTCHA SNIPER এ ক্লিক করুন। দেখবেন ক্যাপচা টেস্ট করা হচ্ছে। সাকসেস ফুল হলে মেসেজ দিবে। মেসেজ পেলে NO HANDS SEO এর কাজ শুরু করবেন।

আশা করি আপনাদের আমি বুঝাতে পেরেছি। আপনারা কাজ করে যান সফলতা একদিন না একদিন আসবেই। কিন্তু মাঝ রাস্তায় যদি সব কিছু ছেড়ে দন তাহলে সব কিছুই বৃথা যাবে। আসলে এস ই ও এমন ১টা সাবজেক্ট যার রেজাল্ট আপনি চোখে দেখতে পারবেন না। এর ফল পেতে আপনাকে অপেক্ষা করতে হবে। আর তাই আপনাকে ধৈর্য ধরতে হবে। লেগে থাকেন সফল হবেন। টিউনে যদি কিছু বুঝতে সমস্যা হয় তাহলে জানাবেন। আমি সমাধান দেয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন।

Source: http://cellclinic1.blogspot.com