Tuesday, September 1, 2015

আসুন তু দেখি ইউটিউব এর ভিডিও কীভাবে আনলিমিটেড ভিউ করবেন(এথিক্যাল ওয়ে)

টিউন করেছেন : 

আমরা জানি অনেকেই আছেন ইউটিউব থেকে আর্নিং পথ খুজেন তার জন্য চুরি করে নিজে বানিয়ে যে যেভাবে পারি ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি  কিন্তু সমস্যা টা হয় তখন যখন আপনার ভিডিও কেউ দেখেনা আর দেখবেই বা কেন...আপনার ভিডিওর যে অবস্থা তা আর দেখার যোগ্যা না...(একটু ফান করলাম)
যা হোক এখন আর ভিডিও ভালো হোক আর না হোক এই নিয়ে আর মাথা ঘামাতে হবেনা জাস্ট এখন থেকে চিন্তা করুন যে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন কিনা...ব্যাস ইউটিউবে ভিডিও আপলোড হল এখন চিন্তা করতেছেন ভাইয়া ভিডিও তু আপলোড করলাম তারপর ...
তারপর আর কিছুনা আপনার যদি একটা ওয়ার্ডপ্রেস সাইট থাকে তাহলেই হল আপনি মনে করেন আপনার সাইটে ভিসিটর ডেইলি আসে ২ থেকে ৩ হাজারের মত আপনি তু আর আপনার সাইটের জন্যে গুগল এডসেন্স পান নি তার কারন ও আছে কারন আপনি আপনার সাইটে ও কপি পেস্ট মেরেই সাইট বানিয়েছেন সো এখানেও সম্ভব না গুগল থেকে আর্নিং করা তু কীভাবে সেটা কে একটা ট্রিক্স খাটিয়ে আর্নিং পথ সুগম করবেন...?
আমি জানিনা এটা সবাই জানে কিনা বা আমি নিজেই একদিন চিন্তা করলাম এটারে যদি এইভাবে ব্যবহার করি তাহলে কেমন হয় আমি ঐ রাতেই এটা ব্যবহার করার পরে আমার সাইটে যত ভিসিটর ছিল আমার ইউটিউব ভিউ ও তত ছিল কারন আমার আজকের এই ট্রিকের পরে আপনার সাইটে যত ভিসিটর আসবে পার ভিসিটর এর জন্যে আপনিও এখন থেকে একটা করে ভিউ পাবেন।ধরেন আপনার সাইট ভিসিটর ২০০০ হাজার আসলো তাহলে আপনি যে ভিডিও টাকে মডিফাই করছিলেন আমার ট্রিক অনুযায়ী সেই ভিডিওর ভিসিটর ও সমান ভিউ হবে...(আমার মনে হয় এটা চরম একটা ট্রিক্স)

কীভাবে

এটার জন্যে আপনার যা যা লাগবে
  • আপনার একটা ইউটিউব চ্যানেল।
  • আপনার একটা ওয়ার্ডপ্রেস সাইট(আপনি ডেভোলোপার হলে আলাদা কথা যেহেতু আমি ডেভলোপার না তাই আমি প্লাগিন এর উপরেই আবাদত ভরসা)।
  • আপনার একটা প্লাগিন ইন্সটল করে নিতে হবে।

প্রথমে আপনি আপনার ওয়ার্ডপ্রেসে সাইটে লগিন করেন তারপর আপনার প্লাগিন অপশন থেকে >নিউ প্লাগিন অপশন এ যান> তারপর "Shortcodes Ultimate" নামের একটা প্লাগিন আছে সেটাকে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে ইন্সটল দেন।

তারপর আপনি দুইভাবে আপনার ইউটিউভ ভিউ বাড়াতে পারেন
  • ইউজেট ব্যবহার করে
  • আপনার যে পোস্ট করেছেন সে পোস্ট রিলেটেড ভিডিও আপনি আগেই ইউটিউবে আপলোড করে সেটাকে লিংক আপ করে

সেটাপ প্রক্রিয়া

আপনি যদি ইউজেট থেকে আপনার ভিউ বাড়াতে চান
  • তাহলে নতুন একটা Text editor নিয়ে সেখানে আমার এই কোড টি বসিয়ে দেন সাইডবারে
  • [su_youtube url="এখানে আপনার ইউটিউব ভিডিও লিংক" width="300" height="300" autoplay="yes"]

ব্যাস হয়ে গেলো

আর যদি পোস্ট থেকে ভিউ বাড়াতে চান
তাহলে প্রথমে পোস্ট এ যান
তারপর  আমার পিকচার গুলা অনুযায়ি কাজ করুন আমার মনে হয়না আর তেমন প্রবলেম হবে ইউটিউব ভিউ নিয়ে...

আমার পরবর্তী টিউন হবে
  1. কীভাবে কারো ভিডিও চুরি করে এনেও আপনার সাইটে দিলে আপনার চ্যানেলের ভিডিও উল্টো ভিউ হবে।
  2. কীভাবে আনলিমিটেড সাবস্ক্রাইভ বাড়াবেন সাবস্ক্রাইব বাটন লক করে কোন ভিডিও এর সাথে
কোন প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন

No comments:

Post a Comment