Wednesday, January 5, 2011

গুগল এ্যাডসেন্স এর ইনকাম বাড়ানোর জন্য টিপস

গুগল এ্যাডসেন্স এর ইনকাম বাড়ানোর জন্য টিপস

আজকের দুনিয়ায় ভিজুয়েল বিজ্ঞাপনকে পিছনে ফেলে অনলাইন মাকের্টিং উঠে আসছে সামনের সারিতে। আমরা যদি এখন বিশ্ব ব্যাপি বড় কোম্পানী গুলোর দিকে লক্ষ করি, সব গুলো কোম্পানিই দিন দিন অনলাই বিজ্ঞাপনরে দিকে ঝুকে পড়ছে। আর অনলাইন বিজ্ঞাপনের রয়েছে নানা রকমের বৈচিত্র। আমরা আমাদের োয়েব সাইটকে মাকের্টিং করে দ্রুত নিজের

সাইটকে গুগল পেজ রেংক বাড়াতে পারি। নিন্মের যে সমস্ত বিষয় গুলো আছে। এই সমস্ত বিষয়গুলো আপনি চেষ্টা করলে করলে আপনার সাইটে যদি গুগল এ্যাডসেন্সের এ্যাড থাকে তাহলে আশা করি আপনার ইনকাম অবশ্যই বাড়বে ইনশাল্লাহ।
অনলাইনে মূলত ২ ধরনের মাকের্টিং আছে।
১. পেইড মাকের্টিং (যেটা আপনাকে টাকা বা ডলার খরচ করে মাকের্টিং করতে হবে। )
২. ফ্রি মাকের্টিং ( যারা বিভিন্ন পিপিসি সাইটরে মাধ্যমে আয় করে বা ফ্রিলেন্সিং সাইটে অনলাইন মাকের্টিং এর কাজ করে। প্রায় সবাই আশ্রয় নেয় ফ্রি অনলাইন মাকের্টিং-এর। ফ্রি মাকের্টিং এর সুবিধা হলো এখানে কোন প্রকার টাকা খরচ করতে হচ্ছে না।
অনলাইনে ফ্রি মাকের্টিং এর উল্লেখযোগ্য মাধ্যম সমুহ:
১. ইমেইল মাকের্টিং
২. গ্রুপ পোস্টিং
৩. ফোরাম পোস্টিং
৪. ব্লগ এবং কমেন্টস পোস্টিং
৫. চ্যাট মাকের্টিং
৬. রিভিউ এবং আটির্কেল লেখা
৭. ডাইরেক্টরী সাবমিশন
৮. ক্লাসিফাইড এ্যাড পোস্টিং
৯. সোশাল নেটোয়াকিং সাইট মাকের্টিং
১০. সোশাল বুক মাকিং

এই সমস্ত বিষয়গুলো আপনি মনযোগ সহকারে চেষ্টা করলে ইনশাল্লাহ পারবেন। আর আশাকরি অনলাইন থেকে এ্যাডসেন্সের মাধ্যমে ভাল উপাযর্ন করতে পারবেন।

আপনাদের সম্মতি পেলে এই সমস্ত মাকের্টিং এর বিস্তারিত লিখবো।

ধন্যবাদ সবাইকে
হাসান আহমেদ।

Source: www.rongmohol.com

No comments:

Post a Comment