Thursday, August 6, 2015

গুগল এডসেন্স প্রকাশকদের জন্য ১০ টি গুরুত্বপূর্ণ বিষয় যা কখনো করা যাবেনা



আপনি যদি একজন নতুন গুগল এডসেন্স প্রকাশক হন তবে আপনাকে বেশ কিছু বিষয় সম্পর্কে অবগত থাকতে হবে যা কখনোই করা যাবেনা। কারন নতুন অধিকাংশ প্রকাশকের গুগল এডসেন্স একাউন্ট বাতিল হয় শুধুমাত্র এই কয়েকটি বিষয়ের উপরে ভাল ধারনা না থাকার জন্য।
গুগল এডসেন্স কত্রিপক্ষ তাদের নিয়ম কানুনের ব্যাপারে খুবই কঠোর আপনি যদি কোন কারনে তাদের নিয়ম ভঙ্গ করেন তবে এডসেন্স যেকোনো সময় আপনার একাউন্ট বাতিল করতে পারে । মনে রাখবেন একবার এডসেন্স বাতিল হয়ে গেলে আপনি খুব বিপদে পড়বেন তাই এই নিবন্ধটি ভালভাবে পড়ুন।
নিম্নে আমি নতুন প্রকাশকদের জন্য সহায়ক একটি তালিকা প্রনয়ন করেছি যা করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে এবং কোন প্রকাশক যদি তা করে তবে তাকে সতর্ক করে দিতে হবে এর মাধ্যমে নতুন গুগল এডসেন্স প্রকাশকরা উপকৃত হবে বলে আশা করি।
১, কখনোই নিজের বিজ্ঞাপনে ক্লিক করবেন না
অনেকেই না বুঝে নিজের বিজ্ঞাপনে ক্লিক করে এতেকরে গুগল এডসেন্স সহজেই সেই প্রতারনা কারিকে ধরে ফেলে এবং তার একাউন্ট বাতিল করে দেয়। গুগল এডসেন্স জিওগ্রাফিক্যাল ট্র্যাকিং এর মাধ্যমে সহজেই ডিটেক্ট করতে পারে বিজ্ঞাপনে ক্লিককারীর অবস্থান । এ সম্পর্কে অর্থাৎ গুগল এডসেন্স কত্রিপক্ষ বা টিম কিভাবে ট্র্যেকিং করে সে বিষয়ে আগামীতে একটি এডভাঞ্চড নিবন্ধ প্রকাশ করবো । তো যাই হোক এটি কখনোই করা যাবে না ।

২, বিজ্ঞাপনে ক্লিক করার জন্য অন্যকে অনুপ্রানিত করা
আপনি হয়ত ভাবছেন নিজের বিজ্ঞাপনে নিজে ক্লিক করতে পারবোনা তো কি হয়েছে আমার বন্ধু বান্ধবকে আমার বিজ্ঞাপনে ক্লিক করতে বলবো। মনে রাখবেন গুগল খুব সহজেই আপনার এই প্রতারনাকে ধরে ফেলবে। অন্যকে কিল্ক করতে বলা বা নিজের বিজ্ঞাপনে নিজেই ক্লিক করা ব্যাক্তিদের একাউন্ট একবার বাতিল হয়ে গেলে তারা আর তাদের একাউন্ট সচল করতে পারবেন না। এক কথায় স্থায়ীভাবে বাতিল।

৩, কখনো নিজের বিজ্ঞাপন কোডকে পরিবর্তন করবেননা
গুগল এডসেন্স এর বিজ্ঞাপন কোডকে কখনোই পরিবর্তন করার চেস্টা করবেননা । যদি আপনি গুগল এডসেন্স এর বিজ্ঞাপন কোডকে পরিবর্তন অথবা সংযোজন করে প্রকাশ করেন এবং গুগল তা ধরতে পারে তবে আপনার একাউন্ট বাতিল হয়ে যাবে। তবে আপনি গুগল এডসেন্স একাউন্টের ভিতর থেকে বিজ্ঞাপনের পরিবর্তন করতে পারবেন সহজেই এতে কোন সমস্যা নেই।

৪, কখনো ছবির নিচে বিজ্ঞাপন দেবেন নাঃ
গুগল কিন্তু ছবি পড়তে পারেনা তাই অনেকেই পূর্বে এক ধরনের ট্রিক্স ব্যাবহার করত যেমন ছবিতে লিখত নিম্নের বিজ্ঞাপনে ক্লিক করুন জাতীয় শব্দ। অথবা ছবি এবং বিজ্ঞাপন এমন ভাবে যুক্ত করা হত যাতে পাঠক বুঝতেই পারতনা কোনটি বিজ্ঞাপন আর কোনটি ছবি। তাই গুগল বাধ্য হয়ে তাদের ব্যাবহারের নীতিমালার পরিবর্তন করে । ভুলেও কখনো বিজ্ঞাপনকে ছবির সঙ্গে বা নিচে যুক্ত করে প্রকাশ করবেন না এতে করে আপনার একাউন্ট বাতিল হয়ে যেতে পারে।

৫, অসমর্থিত ভাষায় এডসেন্স যুক্ত করা যাবে না
গুগল এডসেন্স শুধুমাত্র গুটিকয়েক ভাষা সমর্থন করে এর বাহিরের কোন ভাষায় যদি আপনি ব্লগ পরিচালনা করেন তবে কখনোই তাতে গুগল এডসেন্স ব্যাবহার করা যাবে না। গুগল এডসেন্স যে ভাষাগুলো সমর্থন করে তার তালিকা দেখতে এই লিংকটি অনুসরন করুন ।

৬, অতিরিক্ত বিজ্ঞাপন ইউনিট ব্যাবহার করা
তথ্য সম্ব্রিদ্ধ্য ব্লগ বা ওয়েবসাইটের পাতার জন্য জন্য সর্বোচ্চ তিনটি বিজ্ঞাপন ইউনিট ব্যাবহার করা যেতে পারে অর্থাৎ আপনি আপনার একটি পাতার জন্য সর্বোচ্চ তিনটি বিজ্ঞাপন ইউনিট ব্যাবহার করতে পারবেন এর অতিরিক্ত বিজ্ঞাপন ইউনিট ব্যাবহার করলে আপনার একাউন্ট বাতিল হয়ে যেতে পারে।

৭, আপনার বিজ্ঞাপন কোডকে কোন খারাপ সাইটে যুক্ত করলে
গুগল এডসেন্স থেকে শুরু করে প্রায় অধিকাংশ সংস্থা পর্ণো রোধে পর্ণো সাইটগুলোতে বিজ্ঞাপন সমর্থন করে না । তাই আপনার বিজ্ঞাপন কোডকে কোন পর্ণ সাইটে যুক্ত করবেন না । এছাড়াও জুয়া, পোকার ইত্যাদি কোন সাইটেও বিজ্ঞাপন প্রচার করা যাবেনা।

৮, কপিরাইট উপাদানে বিজ্ঞাপন প্রচার করা যাবেনা
আপনার ব্লগটি যদি অন্যের কপি করা নিবন্ধে পরিপূর্ণ থাকে তবে কখনোই সেই কপিরাইট যুক্ত পাতা গুলোতে বিজ্ঞাপন দেবেননা কারন এডসেন্স কপিরাইট যুক্ত নিবন্ধ পছন্দ করে না এতে করে আপনার একাউন্ট বাতিল হবার সম্ভাবনা থাকে।

৯, ক্রয় করা ভিজিটরঃ
বিভিন্ন বাক্স বা এ জাতীয় সাইট থেকে ট্র্যাফিক কেনা যাবেনা। বাক্স সাইটে মাত্র ২-৫ ডলার ব্যয় করলেই এক হাজার ট্র্যাফিক পাওয়া যায় কিন্তু মনে রাখবেন এই ভিজিটরগুলো কিন্তু আপনার ব্লগের জন্য কোন উপকারে আসবেনা বরঞ্চ হাজার হাজার ট্র্যাফিকের জঞ্জালে আপনার সাইটের গতি শ্লথ হয়ে যাবে এবং এদসেন্স আপনার একাউন্ট বাতিল করবে। এধরনের ট্র্যাফিক নিয়ে অনেকেই দিনে ১০০ ডলার পূর্বে আয় করেছে আবার অনেকের একাউন্ট বাতিল হয়ে গিয়েছে কিন্তু বর্তমানে গুগল এই বিষয়টি খুব গুরুত্বসহকারে নিয়েছে তাই এরকম কিছু করার আগে সচেতন থাকুন।

১০, অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু বিষয়
যেকোনো হিংস্র বা ভয়ঙ্কর এমন কিছু, হ্যাকিং বা ক্র্যাকিং, ক্যাসিনো, মাদক দ্রব্য জাতীয় যেমন বিয়ার বা অ্যালকোহল জাতীয় কিছু, আগ্নেয়াস্ত জাতীয় এমন কিছু ব্লগে বা ওয়েবসাইটে গুগলের এডসেন্স ব্যাবহার করা যাবেনা।

পরিশেষে, সৎ থাকুন নিজের সাইটের মান উন্নয়নে কাজ করুন আপনাকে আয়ের চিন্তা করতে হবেনা বা একাউন্ট হারানোর ভয় করতে হবেনা । সৎভাবে ব্লগিং করুন সফলতা আপনার দ্বারপ্রান্তে । নিবন্ধটি পড়ে যদি আপনার মনে কোন প্রশ্ন জাগে বা আপনার কোন অংশে সমস্যা মনে হয় তবে সংকোচ না করে নিম্নে মন্তব্যের ঘরে জমা দিন আমি প্রতিটি মন্তব্য খুব ভালভাবে পড়ি এবং সাধ্যমত জবাব দেওয়ার চেস্টা করি।